আমার অযোগ্যতা গুলো হয়তো আমার অনিচ্ছাকৃত ব্যর্থতা,
তোমার মিথ্যে গুলো নিঃশ্চুপ থেকে সত্যি বলেই মেনে নিলাম,
কেননা তোমার অপমান সহ্য আমি করতে পারবো না,
তৈরি কৃত পুরো পরিকল্পনাই আমার কাছে দৃশ্যমান, তুমি ভাবছো হয়তো আমি অন্ধ।


তোমার জন্য মহাশূন্যের মতন বিশালাকার ভালবাসা আমার,
বিশ্বাস করো কোন কামনা নেই, নেই কোন আকাঙ্খা,
ভালবেসে যেতে চাই জীবনের শেষ প্রান্ত পর্যন্ত,
তবে তুমি ভাল থেকো তোমার স্বপ্নের মত।


তোমাকে আমি সুখের শহর গড়ে দিতে পারবো না,
হয়তো পারবো না তোমার স্বপ্নকে রঙ্গীন করতে,
তবে আফসোস তোমার কষ্টগুলো যদি ছিনিয়ে নিতে পারতাম,
কিংবা তোমার চোখের পানি শুকিয়ে দিতে পারতাম চিরতরে।