অভিমানী মেয়ে মুখ ঘুরিয়ে দুরে দাঁড়িয়ে থেকে কি লাভ!
তাকিয়ে দেখ কত ভালবাসা হাতে দাঁড়িয়ে আমি!
তুমি অবাক হয়ে যাবে আমার ভালবাসার বিশালতা দেখে,
আর যত্ন করে সাজিয়ে রাখা স্বপ্নগুলো দেখে।


বৃষ্টিতে ভিজে যেতে ইচ্ছে করছে,
অভিমান ভুলে হাতটা বাড়াও!
এত অভিমান তোমার!
তাকিয়ে দেখ আমার দিকে একবার,
তোমার জীবনের সবচেয়ে বড় বিশ্ময় দেখবে আজ!
তোমার হাত ধরে আজ বৃষ্টিতে ভিজে যাব মুহুর্তের পর মুহুর্ত পর্যন্ত।
অবশেষে আমার হৃদয়টা ছুয়ে গেল তোমার স্নিগ্ধ হাসিটা
পৃথিবীর অন্যতম এক বিশ্ময় তোমার এই স্নিগ্ধ হাসিতে!
এই স্নিগ্ধ হাসির চাদরে ঢেকে দাও তোমার অতীতের যত অভিমান
বৃষ্টিতে ভিজে যাওয়ার ক্ষণটাতে
আমার ছোট্ট একটা স্বপ্নকে তুমি ছুয়ে দাওনা!


বৃষ্টির ভিড় থেকে ভিড়ে হারিয়ে যাচ্ছি হাতে হাত রেখে,
এই পৃথিবীতে যে এত সুখ আমার জন্য অবশিষ্ট ছিল ভাবিনি!
পৃথিবীতে যত সুখ সবগুলোই হয়তো ভালবাসার মাঝেই লুকায়িত
সেই সুখের হয়তো একটু আমাকে স্পর্শ করেছে
একটু স্পর্শেই এত শিহরণ!