পুরো পৃথিবী আমার পরিপূর্ণ পূর্ণতায়
তাই এক ঘুমে রাত দিন হয়।
ব্যস্ত আমি তোমার পৃথিবীর পূর্ণতায়
তাই তোমার প্রতি অনেক অবহেলা হয়।
চারপাশ থেকে তোমার পৃথিবী পরিপূর্ণ অপূর্ণতায়
তাই কষ্টে যেন তোমার পৃথিবী পরিপূর্ণ অপূর্ণতায়।
তোমার শূন্যতায় কলিজা পুরে ছাই প্রায়
তবু তোমার অবিশ্বাস, আমি কাঠগড়ায়।
ভালবাসা আমার পৃথিবী পূর্ণহয়ে মহাকাশে ছড়াছড়ি
তবু তোমার সন্দেহ মেঘাচ্ছন্ন অন্ধকার বুঝি।
তোমার একটা কষ্ট আমাকে কষ্ট দেয়
তবু নিরুপায় আমি কখনো জানবেনা কতটা ধারালো সে।
কতগুলো স্বপ্ন বন্দী কারাগারে আছে অনাহারে
কিন্তু তুমি ব্যস্ত কষ্ট পালনে আর আমি অবহেলায়।
নতুন কষ্ট জন্মাচ্ছে দিনে দিনে
কিন্তু তুমি তৈরি করছ নতুন খাঁচা কষ্ট পালনে আমি অবহেলায়।
আমার পৃথিবী পরিপূর্ণ কষ্টকে অবহেলায়
কিন্তু তোমার পৃথিবী অপূর্ণ কষ্টকে মমতায়।