তোমাকে ভালোবাসি বলেই;
তুমি ভালো থাকো একটাই চাওয়া;
দুরে দাঁড়িয়ে তোমার ভালোথাকা দেখি।
কষ্টের পাথরটা আমার বুকেই বাঁধি।


তোমাকে ভালোবাসি বলেই;
তোমার কাছ থেকে নিজেই হারিয়ে যাওয়া;
তোমার অভিমানের তীব্রতা বাড়িয়ে দেওয়া;
থেতলে এক কলজে নিয়েও মরিচিকা স্বপ্ন দেখা।


তুমি ......... ... বলেই;
পিছু না ফিরে চলে যাওয়া;
আমার কষ্টকে কষাঘাত করা;
সবকিছু ভেঙ্গে অন্য এক শহর গড়া।