তোমার চাহনিরশ্মি ধারালো তীর হয়ে ভেদ করে আমার হৃদপিণ্ড।
তোমার সৌন্দর্যের সীমানা পৃথিবী ছাড়িয়ে জান্নাত সমদূর।
তোমার এ্যাডজ্যাকটিভগুলো বিনা কারণেই আপন মনে হয়।
তোমার শূন্যতাগুলো ঢেকে রাখা হাসিটা দেখা হবেনা হয়তো কখনো।


তোমার সমস্ত ছোট ছোট স্বপ্নগুলোর পূর্ণতার অধিকার যদি পেতাম!
তোমার লুকোনো কষ্টগুলো সমাহিত করার অধিকার যদি পেতাম!
যদি খুব ভোরে তোমার এলামেলো দীর্ঘ চুলগুলো দেখে প্রতিদিন প্রেমে পরা যেত!
তোমার বন্দী ভালবাসা যদি বিক্ষিপ্ত হতো আমার মহাশূন্যে।


তোমার বিরিয়ানী নিয়ে ছেলেমানুষিটা আমার থেকে একটু বেশি।
তোমার সমস্ত পাগলামো দেখে কেন যেন ভিতরে মৃদু বাতাস বয়ে যায়।


আংশিক তোমাকে যেদিন দেখেছি সেদিনই রোপন হয়েছে ভালবাসার ছোট বীজ,
তুমি চাইলেই তা হবে অঙ্কুরোদগম, হবে বৃক্ষ।