নিকষ কালো অন্ধকার
ঘুমিয়ে গেছে পৃথিবী
জীবন আমার রূদ্ধদার
হয়ে যেনো পরজীবী।


নিজের বলে কিছু নাই
অন‍্যের ইচ্ছায় হয়ে বলি
কাটিয়ে দিলাম কাল তাই
সকল ইচ্ছা, দিয়ে জলাঞ্জলি।


কার কাছে বলি, মনের ব‍্যাথা
কতোশতো স্মৃতি ভার
কেউ কি আছে ,শুনবে দুঃখ গাঁথা
কতো কথা ছিলো বলার।


শুধাবে কি কেহ আর
নিজেরে লয়ে ত্রস্ত সবাই
মনের কথা, মনে সবার
আমার কথা কাকে সুধাই।


দূর আকাশের তারা
তোমার সাথে ও হয় না দেখা
বদ্ধ দূয়ার,বদ্ধ চারিধারা
তোমার সাথে বলতাম মেলা।


আজ আর তোমার দেখা নাই
আকাশ, বাতাস আর তারা
আমি পড়ে রই একাকী তাই
আছো সুখে বেশ আমায় ছাড়া।


আমার কথা তোমার সনে
জমে আছে ,মন মাঝে
কথা বলি কেবল একা একা
আঁধারে একাকী এই ক্ষনে।