১৪ বছর বয়সে প্রথম সন্তান জন্ম দিয়ে,
তুমি হলে- 'মা'
শৈশব এ তুমি তোমার শিশু নিয়ে
করলে খেলা-পুতুল ছিলো না।
পুতুল খেলা তবুও তো হয় সাঙ্গ
তোমার হলো না।
একে একে সাতটি সন্তান মিলে
তোমার ভিতর বাহির সব টুকুই নিঃস্ব করে
তবু ও শেষ হলো না।
কি করে যে পারো তুমি এতো কিছু সইতে ?
কেমন করে সারাজীবন এতো কিছু বইতে ?
উত্তর আমার জানা হলো না।
জীবনের ষোলো আনাই কি মিছে তোমার ?
নাকি "মা " হওয়াটাই ছিলো গর্ব তোমার ?
ভেবে ভেবে কুল পেলাম না।
সাতটি সন্তান সাত টি টানে টেনে টেনে
মাকড়সার মা এর দশায় তোমায় এনে
তবু ও ছাড় তো দিলাম না।
আজ 'মা' দিবস,বিশ্ব আজ 'মা' কে নিয়ে
থাকবে মেতে কতো শত রংএ ঢং এ,
তবু ও তোমার রোগে শোকে  
জীর্ন শীর্ন শরীর টা কে
এলোকেশী কেশ গুলোতে
আলুথালু পরিধানে
জলে ভাসা চোখ দুটোতে
ভাঁজ পড়া কপোলেতে
ফেটে যাওয়া পা দুটোতে
করবো কি যতন তোমার মতো ?
তুমি শৈশব থেকেই করেছো যতো ?
সাতটি মিলে পারি না
একটি মা এর করতে যতন
'ভালোবাসি' বলতে লাগে শরম।
বুঝি না কেনো বলো আমরা তোমার মানিক -রতন
এই বুঝি 'মা' এর ধর্ম
নিরলস,নিঃস্বার্থ তোমার সব কর্ম ।