কি করে মানুষ হবো?
জন্ম ই নিয়েছি মানুষ হয়ে
কথা বলা ,চলা ফেরা শিখিনি তখনো
তবুও অমানুষ কেউ বলেনি কখনো
ধীরে ধীরে যখন সব ই শিখেছি
মানুষ কে তখন অমানুষ দেখেছি।
নানান ধরনের জানোয়ারের নামে
ডাকছে মানুষ একে অপরকে।
কে জানোয়ার , কেইবা মানুষ
চিনবো আমরা কেমন করে
জানোয়ার গুলো পায় যদি একটু আদর
সাড়া পেলেই অমনি এসে লুটিয়ে পড়ে পায়ের উপর।
মানুষ গুলো র জন্য , করি জীবন পাত
উল্টো এসে ধমক দিয়ে, করে কূপোকাত।
তবুও করি আপন আপন,করি নিজের সর্বনাশ
সুযোগ পেলেই বলে উঠে ,করছো তো জীবন নাশ।
জীবন দিয়ে শিক্ষা
হয়নি তবুও দিক্ষা।
মানুষ হয়ে জন্ম নিলেই , হয়না মানুষ কভূ
মনুষ্যত্ব যদি নাইবা থাকে, মানুষ সে নয় তবু।