ঘুম ঘুম ভাব, নির্ঘুম রাত
টল মল আঁখি,করে অশ্রু পাত
ঘুটঘুটে আঁধার, চারিদিক অন্ধকার
শুনশান নীরবতা,একাকী বসিবার
হীম হীম শীতে,বাজে নাকো বাঁশরী
টুপ টাপ ঝরছে,শিশির ঝড়া পাতাটি
ঘেউ ঘেউ ডাক দিয়ে, কুকুর ও ক্ষান্ত
খুশ খুশে কাশি তে,শিশুটিও ক্লান্ত
নিজ নিজ কাজ সকলের, শুধু নির্জন আমি
ঘুম ঘুম ভাব , তবুও নির্ঘুম রাত।