বিষাদসিন্দুকের , তালা খুলিলো কে ?
বিষাদ যে ছড়িয়ে পড়লো সাড়া দেহ-মনে।
এতোদিনে পড়লো মনে ,ছিলাম আমি
হয়ে তোমার হ্দয়ের রানী।
কোথায় ছিলাম,কেমন ছিলাম?
কেমন করে দিনগুলো পাড়ি দিলাম।
চলছিলো বেশ ,তুমিহীনা আমি,
তুমি ও তো ছিলে বেশ,ইতি টানি।
সমস্ত বিষাদ সিন্দুকে ভরি,
টেনে চলেছি জীবন তরী।
উজান- ভাটি তে তরী আমার টলমল,
কান্ডারী আমার সে তো রণবল।
অশান্ত সাগর পাড়ি দিলো ,আমারে বয়ে,
ছিলে না তো তুমি আমার পথ চেয়ে।
তীরে এসে ,নিঃশ্বাস যখন নিয়েছি,
বিষাদসিন্দুকের বিষাদে ছেয়ে গিয়েছি।
বিষাদসিন্দুকের ,তালা খুলিলো কে ?