শৈশব এর পুতুল খেলার দিন হারিয়েছি।


হারিয়েছি এক্কা-দোক্কা,গোল্লাছুট আর সাত_চারা খেলার সাথী।


কৈশোর এর দুরন্তপনার দিনগুলো প্রাণে উঠে বাজি।


হারিয়েছি বন্ধ-বান্ধব আর প্রিয় স্কুল প্রাঙ্গন ।


হারিয়েছি চির চেনা বনানীর বন-জঙ্গল।


আর ছিপ ফেলে মাছ ধরার সেই লেক খানি।


আম-কাঁঠাল এর বাগান আর শিমূল গাছে কোকিল কলতান।


নেই আজ আর নেই সে সব,হয়েছে তার অবসান।


বিশাল বিশাল অট্টালিকা আর শপিং মল।


নিয়েছে কেড়ে আমার মধুর স্মৃতির সম্বল ।


হারিয়েছি আমার ছিপছিপে গড়ণ।


হারিয়েছি আমার দেহের সোনার বরণ।


কোমর ছাপিয়ে যাওয়া মেঘবরণ চুল।


পটলচেরা চোখে এখন দৃষ্টি অপ্রতূল।


ঝাপসা চোখ খুঁজে ফেরে বাবা-মা,ভাই-বোন এর সেই মিলনমেলা।


নেই আজ আর নেই সে সব,হয়েছে তার অবসান।


হারাতে হারাতে আছে বাকি জীবন-খানি।


তা ও যে হারাতে হবে,জীবন যেখানে বাজী।


সৃষ্টিকর্তার কাছে করতে হবে আত্মসমর্পণ ।


বুঝেছি অবশেষে,জীবন সূর্য যখন অস্তাচল ।