ফরমালিন এর ব্যবহার আগে যদি জানতাম।
তোমার-আমার প্রেমে একটু দিতাম মিশিয়ে,
তর-তাজা প্রেমে সারা জীবন টা কাটাতাম।
জীবন টা কখনো যেতো না বিষিয়ে,
নতুন প্রজন্ম ,বলছি তোমায় শুনো
ফরমালিন ,” প্রেমে” ঢাল যত পার ততো ।
খাদ্য না খেয়ে ,প্রেমে ‘র বাসা বুনো।
ফরমালিন-প্রেম এ বিচ্ছেদ কমায় যতো।
নশ্বর দেহ ,অবিনশ্বর হবে ,মরিবার পরে,
বিষাক্ত- ক্যামিক্যাল যুক্ত খাদ্য খেয়ে ।
কবরে হবে না ঠাঁই , মানুষের দেহ পচিবে না তাই ।