১৪ ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে
আব্বা,আপনি চলে গেলেন আল্লাহ’র নিকট প্রত্যাবর্তনে।
আমি বলি আব্বা,ভালোবাসা কি দিবস মেনে চলে?
যারা ভালোবাসা করে দিবস পালন করে
তারা আসলে ভয় পাই ,পাছে ভালোবাসা হারিয়ে যাবে বলে।
“রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি ছগিরা”–বলছি আব্বা ,
সে তো আপনাকে ভালোবাসি অহর্নিশ তাই,
মহান আল্লাহ যেন আপনাকে দেন জান্নাতুল ফেরদউস এ ঠাই ।
আব্বা,স্মরনে চোখের জল বাঁধ যে মানে না ,
রাত জাগানিয়া চোখে আমার ঘুম যে আসে না।
কতো সুখ,কতো দুখ,কতো কথা ,কতো ব্যাথা,
সহজ সরল আব্বা আমার ,কোমল তাঁর কথা
কেমন করে ভুলি?
গনিতের পরীক্ষায় আব্বা ,বলতেন সরল অঙ্ক কষি যেন সবার শেষে,
সরল হবে খুব ই সহজ ,থাকবে না কিছু আর অবশেষে ।
কিন্তু আব্বা ,জীবন অঙ্ক এর সরল কেনো হয় গরল ?
যোগ -বিয়োগ এর বিয়োগান্ত ব্যাথা
কেমন করে যুঝি?