মধ্যবিত্ত সুখদুঃখ গুলো নাড়াচাড়া করে কাটছে দিন,
কবে মাধবীলতার ঝোপ থেকে ঝড়ে গেল কোন অবাঞ্ছিত-
কবে দেয়ালের পলেস্তারার,সাথে খসে পড়েছে ইতিহাস
কবে বুকের ভেতরের ,জোড়া চড়ুই ডেকে উঠে সুনসান হয়ে গেছে
সেইসব দেখা হয়নি,খেয়ালের ভুলে বেখেয়ালে থেকে গেছে।
ধোয়া-ধোঁয়াশার হলুদ আলোয়,শুধু ফাঁদ পেতে থাকে মধ্যবিত্ত সুখদুঃখরা-
মাঝে মাঝে ধোয়া কেটে যায়,মাথার ভেতরে বোধ নয়-স্বপ্ন ভর করে
আমার আবার মাধবীলতার ঝোপের কাছেে যেতে ইচ্ছে করে-
ইচ্ছে করে নোনা দেয়ালের, ইতিহাসের ধুলো আলতো করে ঝেড়ে দেয়
আবার ইচ্ছে করে আয়েশ করে,মেঘের নিচে বসে একটা বিড়ি ধরায়-
ছোট পাখি চড়ুইয়ের,ছোট গল্প শুনতে থাকি
আগ্রহভরে ঘড়ির কাটার দিকে তাকিয়ে থাকি
এলেমেলো হাতে ক্যালেন্ডারের পাতা উল্টোয়
শহরের কাছে রেখে আসি ময়লা জামার দাগ...ইচ্ছে করে
ইচ্ছে করে অন্ধের মত ভাগ্য ঝুলিয়ে দিয়ে,শুধু ছুটে যায়
ইচ্ছে করে,আবার মানুষ হয়ে যায়,তোমার মনের মত মানুষ...।।