নাগরিক না হয়ে যদি-হতে তুমি
বর্ষা রাতের ভেজা কোন ছবি ।
কবিতার খাতা ফুঁড়ে,রাত-দুপুরে
বেরিয়ে আসত তবে,জীবনান্দ কবি ।
বুক পকেটে মুখ লুকিয়ে সুখ কুড়োত
ভাজা রোদে ঝালমুড়ির দিনগুলি
মেয়ে, নাগরিক না হয়ে যদি-হতে তুমি
নরম শীতে কাঁপুনধরা বিবসনা এক নদী ।।