মাথার ভেতরে শিশিরের ব্যাথা বয়ে
কুয়াশার ঝাপসা জামায় হেঁটে যায়
রাতশেষের খুনি আততায়ী
আজো সে আমায় খুঁজে যায়-
রোদের মোড় গলি শেষে এই
শামুক-কপোতের সমুদ্রে,তারও দূরে
এই উর্বর শীতার্ত অঞ্চলে-
সিগন্যাল বাতির ভালোবাসা,
আর ফরমালিনের চাষবাসে-
অমানুষের আকুয়ারিয়ামে মানুষের পাশে।


ভোর আসে।ফরাসি গন্ধে,এক ঘুম আড়ি পাতে
বুড়ো আঙ্গুলের ফাঁদে,শান্তি নামে আমার পাহাড়ি পথে
বিছানাটা হয়ে যায় আধো ঘুমের এক ধানক্ষেত।
আততায়ীর সাথে দেখা হয়, কথা হয়-সে কি!
সাতচল্লিশ নম্বর খুনের বদলে,দিয়ে গেলো আমায়
অজস্র শিউলির ঘ্রাণ
কেঁদে উঠে,এই মহাকর্ষীয় প্রান
ভ্রান্ত হয়ে,জেগে উঠে
আবার হবে মানুষ হওয়ার ভান ...।।