তোমার সাথে কাটানো বিগত দিন গুলোর শেষকৃত্য সম্পন্ন হয়েছে এইমাত্র।বিশেষ কিছু করতে পারি নি,যা করার ছিল তা ও বাদ পড়েছে।
প্রচন্ড জ্বর এসে,উলটে-পাল্টে দিল সব।শেষকৃত্যর শেষটুকু পাগুলে জ্বরে হাস-ফাস করতে করতে বেফাঁস হয়ে গেল এই আধ ইঞ্চি বাই অন্তহীন হৃদয়ের ঘরে।
অনেক কিছুই ভেবে রেখেছিলাম,হয়ে উঠেনি।
"বন্ধুত্বের সরু শিরা-কাটা ধমনী বেয়ে যে সব নির্জলা ভালোবাসা দিন-রাত্রির আদরের দাগ রেখে গেল আমি কিছুই করতে পারি নি তাদের জন্য।আনাড়ি মেঘের মতন আমি বারবার বাষ্প হয়ে,আবার শুন্যে ঘর বেধে,বৃষ্টি দেখি।এভাবে শেষকৃত্য হোক খুব করে চাই নি। তবু, ভালবাসার রক্তচক্ষু এড়িয়ে ঘটিয়ে ফেলেছি,সেই অসাধারন ঘটনা-খানা।"


এইবার আর দূর দেশে অপেক্ষার রাতগুলো অঝোরে ফিকে হবে না-
বায়বীয় সিগন্যালে আর মন মরা হয়ে আটকে থাকবে না আমাদের অসুখী অভিমানের তরঙ্গ।
আর একটা শীত আর আসবে না,নরম নদীতে কুয়াশার ম্যাজিক দেখাতে।
এই জন্মের মত আমাদের আদরের নৌকা,ভাসিয়ে দিলাম বিস্মরণের নদীতে।


সাত পাহাড়ের মাথায় যে অন্ধকার টোপর পড়ে আছে,
সেখানে আমি বাতিঘর সাজিয়ে বসে আছি।
শেষকৃত্যর শেষটায়,আমি আবার ও অপেক্ষায় থাকি
প্রচন্ড জ্বরের শেষে,ঘোলা চোখে বাধি সূর্য ধোয়া ঘর
বিগত দিন গুলোর ঘুমপাড়ানি সব গান এসে উল্টে- পালটে দিয়ে যায় আমায়........
শেষকৃত্যরাই বুঝি চাই না শেষ হোক।।।


------"ট্রেন থেকে লেখা,ঝা ঝা ঝিক-ঝিক শেষকৃত্য"