আগ্নেয়াস্ত্রে মাত ছিলো সেদিন নগর-রাজপথ
তবুও আমার ডাকে তুমি ছুটে এসেছিলে চৌরাস্তা পেরিয়ে।
গুলির শব্দে কেঁপে কেঁপে উঠছিল পানশালা,
পরোয়া নেই, আমরা হাত ধরে ধরে খুঁজেছি কাঁঠালচাঁপা।


সেদিন তুমি মুঠো ভরে ভরে মেঘ আমার হৃদয়ে ঢেলেছিলে।


চন্দ্রপ্রভা, তুমি আজ ক্লান্ত বোধহয়,
কিংবা হয়ত অন্য কারো বুকে মেঘ জমাচ্ছ বর্ষনের আশায়।
আজ আমি তোমার আর একটি অক্ষরও বুঝি না ;
তোমার হাতে আর কোনো রঙ নেই, নেই বিচ্ছুরন,বুকে নেই কোনো
ভালোবাসার লেশ।
এই ঘিঞ্জি নগরীতে আর কতদিন আমি মিথ্যে প্রেম পাহারা দিবো?


আর হয়তো মুঠো ভরে ভরে মেঘ জমাবেনা,
তবুও আমি ভালোবেসে যাব বেহিসেবি বেখেয়ালি আকাশ হয়ে।


এই নগণ্য হৃদপিন্ডটা বাঁচিয়ে রাখবার আর কোনো পথ নেই।