কে আমি? বারে বারে শুধায়েছি মোরে,
বারংবার হৃদয় মাঝে তা গুঞ্জরিয়া মরে
হিয়ার ভিতে রঙবিরঙি চিন্তারাশি জাগে
এ পৃথিবীর জীবনযাপন স্বপ্নসম লাগে।
এসব কি মায়াময়?বাস্তব কি কিছুই নয়
সহসা মরণ এসে,করিবে সবই লয়?


দুর্লভ মানব জনম তুমি করিয়া ধারন
স্ব স্ব ক্ষেত্রে কর্ম সব করহ পালন।
সর্ব ধর্ম শাস্ত্র সার কর্মফল ফল ভার
ভুগিতে হইবে জীবে কত জন্ম পুনর্বার।
সংসার যে কর্মক্ষেত্র,ভাগ্যের শিক্ষাসত্র
যোগবিয়োগ ভাগ ভোগ সব মিলে অত্র


তাই, হে দ্বিধাগ্রস্ত আদম সন্তান,
কর্মেরে প্রধান করি পাও তব স্থান।
সুকর্ম, সুধর্ম, মিষ্টি ব্যবহার,
জয় করি নিশ্চিত মন সবাকার।
অনন্ত যাত্রা পথে এসবই সহায় হবে,
উন্নত গতি সহ অন্তরে তৃপ্তি রবে।
ক্রমান্বয়ে লভিবে যবে নির্লোভ সে মতি
মিলিবে যাত্রাপথে তব কাঙ্খিত সদ্গতি
।।
====================