একা একা থাকতে পারো
       এ চরম অভিশাপ,
জীবন পথে একলা ষেঁড়ো
   এ তোমার ফলিত পাপ।


সমাজ বদ্ধ হয়েছি মোরা
      কাটাতে বাধা বিঘ্নতা,
বিবর্তনের রথের ঘোড়া
     সচল রয়েছে অদ্য তা।


ক্ষুদ্র এক এক বালুকণা
    কতই বা শক্তি তার?
জমাট বদ্ধ হয়ে আপনা
গড়ে মহাদেশ অপার।


একা একটি জলের বিন্দু
    নিমেষেই শুকায়ে যায়,
মিলেমিশে গড়ে সপ্ত সিন্ধু          সরায়ে সব প্রতিবন্ধকতায়।


বিশ্ব জোড়া এই কর্মকাণ্ড           নয়তো কারো একার খেল,
জঙ্গমতার এই বিশ্ব ভান্ড
দেওয়া ও নেওয়ার ফল।


একার পক্ষে যে কাজ কঠিন
      মিলে মিশে হয়যে সহজ,
দুনিয়া বদলানো তখন
    অনায়াস একটি কাজ।


বিচার করি আপন সঙ্গোপনে
     নিঃসঙ্গতার কারণ জানো,
বিদায় করি নিজ মন-কৃপণে
     জীবন যুদ্ধে কৃপাণ হানো।।
==================