অন্তরে তব ধ্বনিত অশ্রুত ধ্বনি,
তাইতো বিশ্বময় ব্যাপৃত রনরনি।
তা সবে অবুঝ, করি অবহেলা
ঈশ্বরের খোঁজে, ব্যর্থ পথচলা।


হে মানব মন, হয়ে অতি সন্তর্পণ
খোঁজ অন্তরে তব,করো অনুধাবন।
পাইবে তাহার পরশ হ'লে অন্তর্লীন,
গুঞ্জরিয়া ওঠে যাহা বিরাম বিহীন।


একই ওঙ্কার ধ্বনি উঠিছে অনুক্ষণ
স্পন্দনে স্পন্দিত,অনুভবো অনুরণন।
একই ছন্দে ছন্দিত জীব ও জড়জগৎ
ভিন্ন লয়ে, ভিন্ন তানে,তা হয়েছে প্রকট।
====================