পলাতকা বলাকা উধাও মেঘলোকে,
কোন সে সূদুর সাইবেরিয়া থেকে,
উড়ে উড়ে দেশ পরিক্রমার পথে,
কী সন্দেশ বাহি আনো তব সাথে?
তোমার উদাস উড়ান নয় তো মিছে,
ধায় মন মোর তোমার পিছে পিছে।


বলাকা! তোমার শ্বেত শুভ্র ডানা,
উজল উছল গমনে নাই মানা।
হয়তো অলকাপুরীর প্রেমের আর্তি,
করিতে কাহারো মনোবাসনা পুর্তি,
সন্দেশবাহী আজি আকাশ পথ গমনা,
নিরুদ্দেশের দেশে,মন মোর উন্মনা।


ও বলাকার দল! কল কল নিনাদে
পাড়ি দাও পথ,হর্ষ বা বিষাদে।
আকাশ বাতাস কাকলিতে মুখরিত,
কতো বিচিত্র নকশায় চিত্রিত,
আকাশ কটাহে দৃশ্য মনোলোভা,
মরি!মরি!কী অপূর্ব ক্ষণিকের শোভা।


নামিবি কি হেথা একটি ক্ষণের তরে?
শুনিবি কি কথা মোর, মন উজাগরে?
হও না একটি বার প্রিয়ার প্রেমদূত
বিরহ হৃদয় বার্তা, বও বিকচিত।
ক্লান্ত আমি দূরদেশে অপেক্ষা অধীর,
একা মোর হিয়া কেমনে বাঁধি থির?
==]=================