বন্ধু
=======
শ্রী নীরদ (নিরো)
========
হাত বাড়ালেই" বন্ধু"পাওয়া
এখন হয়তো সোজা,
বন্ধু ছাড়া জীবন বাওয়া
ভাঙ্গা পাঁজর মাজা।


কথায় কথায় বন্ধু হওয়া
মেসেঞ্জার ও ফেসবুকে,
চটকদারি কথা কওয়া
প্লাবন বন্যা 'লাইকে'।


সাথী,সখা,সহেলী,-হাওয়া,
হাওয়া-লঘু গুরু জ্ঞান,
সবার আজ একই চাওয়া
হতেই হবে বন্ধু-প্রবণ।


ফেসবুকেতে নাম লিখিয়ে
চলছে জীবন যাপন,
অন্তরালের বাঁধ ডিঙিয়ে
সবাই আজি আপন।


কার বাড়িতে কী সব রান্না
কোথায় কী উৎসব?
ফেসবুকেতে হাজির হন্ না
এটাই প্রধান জব্।


হোক না শালীন,হোক অশালীন
যা কাজ তুমি করেছ -
ইঁদুর মারলেও হিরোর আসন
দাঁও তো এবার মেরেছো।


লাইক না পেলে গোমড়ামুখো
জগৎ যেন তার অন্ধ,
মানুষজন সব মুখ্যসুখ্যো
এ-ই হতেছে তার সন্দ।


মোরা নিত্য নতুন শিখছি কথা
চ্যাটিং আর শেয়ার,
'ভাইরাল' বা 'খিল্লি' যথা
আমরা 'ডোন্ট কেয়ার'।


==========================