শতেক বছর শত্রু তারা মোহনবাগান
ইস্টবেঙ্গল,
কোলকাতা হ'ত কাবু জ্বরে খেলতে ফুটবল।
কেউ তোমরা ভাগ্যবান দেখেছো সেই
খেলা,
বাইশ জন ছুটছে থামছে নিয়ে একটি
গোলা।
লক্ষ্য সবার ফেলতে বল তিন কাঠিরই
জালে,
উঠছে নামছে হিয়ার দোলন প্রকাশ কর
-তালে।


চৌকো মাঠে ঘুরছে বল খেলোয়াড়ের
পায়ে,
ফরোয়ার্ডরা ড্রিবল করে এগোই বল
নিয়ে।
যেমন করেই রুখতে হবে ডিফেন্ডারের
কাজ,
করছে ট্যাকল্ ভীমবিক্রমে মারছে সটান চার্জ।
এগোলে বল গোলকিপারের শুরু হয়
হৃৎকম্প,
নিজ এলাকায় করছে সে ভাই শুধুই
লম্ফঝম্প।


থেকে থেকে উঠছে বেজে রেফারির
হুইসেল,
হয়তো হবে হ্যান্ডবল বা করেছে কেউ
ফাউল।
হাফ কিক দিয়ে খেলা হয় শুরু প্রবল
উত্তেজনা,
মাঝমাঠ থেকে ধেয়ে যায় সবে ভাঙতে
রক্ষণা।
গোলের সামনে খেলোয়াড়দের বল নিয়ে লুটোপুটি,
বিপক্ষ দলের খেলোয়াড় এক পড়েছে
মাটিতে লুটি।


রেফারির বাঁশি দেয় নির্দেশী পেনাল্টি
ফ্রি কিক্,
একা কুম্ভ কে রুখতে হবে বলটিকে
ঠিক ঠিক।
স্তব্ধ সবাই কি হয় কি হয় বুক করে
ধুকপুক,
সটান কিক গড়ালো জালে নেই কোন
ভুলচুক।
স্টেডিয়াম জুড়ে হৈ চৈ আর ব্যর্থ হা -
হুতাশ,
কারোর প্রতি ধ্বনি ধিকধিক কারোর বা
হয় যশ।


চওড়া হাসিতে চড়া দামে বাজারে বিকে
ইলিশ,
কিম্বা হয় সকাল সকাল গলদা চিংড়ি
ফিনিশ।
এভাবেই হ'ত ফুটবল খেলা আমাদের
কোলকাতায়,
খুঁজে পেতে পারো হিসাব নিকাশ প্রবীণ
দের আড্ডায়।
কোলকাতার রকে তুমুল তর্কে গর্ব করত জারি,
খেলায় হেরেও তর্ক যুদ্ধে চাইতো না
কেউ হারি।।
====================