বরষা বেলায়
==========
নিরো/২/৬/২১
============
আকাশ বাতাস পাতায় পাতায়
আজি লাগিলো রে হিল্লোল!
সজল সমীরণ সকরুণ ছায়ায়
বিনায়িত বিটপীতে দুলুনি দোল।


দূরে দূরে দুন্দুভি নিনাদিত নাদে
কালো মেঘ সঞ্চারি হৃদয়েতে বোল,
বড়ো দায় বেঁধে রাখা মন গৃহ-খাদে
খোল তোর যতসব অবগুণ্ঠন খোল।


বারিধারা সিঞ্চিত ঘন ঘোর বরষা,
বিজুরি চমকিত গগনের গায়,
বেয়াকুল কৃষকের ভাবনায় ভরসা
দেহ মনে বিম্বিত হরষিত বায়।


বনফুল মঞ্জরী সৌরভ সুরায়
মৌ-লোভী মৌমাছির গুঞ্জন গান,
সবুজের সমারোহে প্রকৃতি ছায়,
সরসতা সজীবতা বরষার দান।।
======================