বরিষণ ও চেতনা
=============
নিরো/১১/০৫/২১
==============
আজ দুপুর বেলা
মানুষ গরমে হাঁসফাঁস,
থমথমে গাছপালা
ছানাকাটা আকাশ।
হঠাৎ বাইরে এ কি!
আঁধার নেমেছে ছেয়ে,
নয়ন ঘুড়িয়ে দেখি
বৃষ্টি এসেছে ধেয়ে।


দুপুর গড়িয়ে বিকেল
কোথায় তাহার ক্ষান্তি?
পথঘাট বে-মিসাল
তপ্ত হৃদয়ে শান্তি।
রাস্তায় হাঁটুজল
টানে যেন স্রোতস্বিনী,
হৃদয়েতে হিল্লোল
শৈশব হাতছানি।


করোনা চপেটাঘাত
নিয়েছে আজি কেড়ে,
প্রকৃতি সাথে সাক্ষাৎ
একাত্মতা বাইরে দোরে।
মহামারী র মহা মারে,
রুদ্র, এ কি তব খেলা?
কত অকালে প্রাণ ঝরে
ভাসিয়ে মৃত্যু ভেলা।


কত প্রাণ নিলে খুশী?
শান্ত হইবে তব মন।
তবে প্রকৃতি ছন্দে মিশি
নি -ডর জীবন যাপন।
তোমার আশীষ, বরষা
জ্বালাক জীবন তৃষ্ণা,
ঘুচাও করোনা জিঘাসা
সাকার সবাকার প্রার্থনা।।