ভাসিয়ে ন্যায় নীতি
ভারতের রাজনীতি,
ভরা ঘট দুর্নীতি
কী এর পরিণতি?


যেনতেন প্রকারেণ
সরকার ক'রে গঠন,
ঘোড়াবেচা লেনদেন
ক্ষমতায় অধিষ্ঠান।


গনতন্ত্র ও লোকতন্ত্র,
সংবিধানের মহামন্ত্র,
পাল্টিয়ে শাসন-যন্ত্র
শোষনে সব উদভ্রান্ত।


ক্ষমতার মদে মত্ত,
এড়ে সব পার্টি-তত্ত্ব,
রাখতে তার অস্তিত্ব
বিচলিত নয় যে চিত্ত।


ভরিতে ভান্ডার-যক্ষ,
অর্থই যে মহা মোক্ষ,
শোষনই তার লক্ষ্য
জনগণই হয় ভক্ষ।


ভারতের অর্থনীতি
আজিকে অধোগতি,
সব দায় রাজনীতি
নেকনজর তার প্রতি।


কোথায় ত্যাগ তিতিক্ষা?
রাজনীতি প্রকৃত শিক্ষা?
দেশপ্রেমে, দান দীক্ষা?
তার তরে জীবন ভিক্ষা?


রাজনীতি মানে বিভাজন,
কিম্বা স্ব স্ব স্বজন পোষণ,
মানি, জাত-পাত-বর্ণ-গণ
কলি-কুক্ষিগত মানব মন।
=================