ছাদের পারে নজর কারে নারকেল গাছ
দুটি,
হাওয়ার পালে নিশিদিন চলে তাদের
খুনসুটি।
দাঁড়িয়ে রয়ে নিজের পায়ে দৃপ্ত ঘোষনায়,
হাতছানি দেয় প্রেরণা যোগায় মানুষের
চেতনায়।
নির্ভীক নিডরে, প্রতিহত করে হাওয়ার
প্রতিঘাত,
মুখোমুখি হ'তে শেখায় মোদের হাজার
সংঘাত।


নিজ বৈশিষ্ট্যে খাড়া রয় সে যে একলা
চলার পথে,
কালের চক্র পথ পরিক্রমায় রাত্রি দিনের সাথে।
উদার হ'য়ে সে উজার করে প্রতি প্রত্যে
-কের তরে,
হয় না কৃপণ, দিতে তার দান,নাহি ভিন্নতা করে।
নিঃশেষে প্রাণ করিবে সে দান এই তার
মতলব,
ক্ষুদ্র এ জীবন করো এই পণ রেখে যাব
অবদান,
আগামী প্রজন্মা না সহে যাতনা পেতে
তার খান পান।।
===================