এক অখণ্ড ভারত সত্ত্বার-
    স্বপ্ন দেখতাম আমরা।
হটিয়ে দিয়ে সাদা চামড়া,
  গড়বো দেশ নিরাপত্তার।


ধর্ম নিরপেক্ষ সংবিধান?
সে সোনার পাথরবাটি!
আজ বুঝি তা কত খাঁটি
ছিল দেশ গঠন নিদান!


নেতাদের বাক্যের ফুলঝুরি,
প্রতি পদে ধর্মের সুড়সুড়ি!
খন্ডিত আজ ঐক্যের আবরণ,
সমষ্টি থেকে ব্যাষ্টির জীবন।


চাই মোদের এক 'ভারত পথিক'
পথ যে দেখাবে সত্য ও সঠিক।
==================