হে ভারত তব পূণ্য পবিত্র ধামে,
যুগ মথিত মরমী ধূলিকণায়
স্পন্দিত মহামানবের নামে।
শান্তির বাণী অযাচিত বিলায়
বিশ্ব পথিক, পুরাইতে মনস্কামে,
অহিংসার দোলনে বিশ্ব দোলায়।


ধর্মের পথে তার যাত্রা মহান
বাজায়ে বাণীর বীণ মধুর স্বরে,
ভূলোক ভুলানো ভূমার গান,
ফারাক হীন জীব ও জড়ে।
গীতার যোগেতে জীবন বুনান
কর্ম,জ্ঞান,ভক্তি হৃদয় পুরে।


বিশ্ব আজিকে ভারতের পানে
তাকায়ে,মিলিতে উত্তরণ দিশা।
মজিয়া মনে কৃষ্টি মিলনের গানে
কাটাতে তাদের অমানিশার নিশা।
প্রাচ্য প্রতীচ্যের লেনা আার দানে
উঠিবে জাগিয়া বিশ্ব-মানব ঈশা।