তুমি অহর্নিশি জপছ বসে
তোমার নামের মালা
প্রাণ অপাণে টানছ কষে
সকাল সন্ধ্যে বেলা।
নিয়ম করে মানছো মাসে
ব্রত পার্বণ নির্জলা।
আবাহন করে করন্যাসে
তিথি চাঁদের কলা।


চাও কি তুমি জগৎ ফেলে
বাঁচবে একা একলাষেঁড়ে!
সৃষ্টি যায় যাক রসাতলে
দেবতা তোমা নেবে ক্রোড়ে?
বিশ্ব পিতা খেলার ছলে
দাবার ঘুটি 'ঘোড়া''বোড়ে',
নজর তোমার কর্ম ফলে
খুঁজো তাঁকে নিজ কর্ম ছেড়ে?


রাখো তুলে তব জপমালা,
তাঁকে ডাকার রীতি রেওয়াজ,
সাথীর সাথে পা যে মেলা
খুলে দিলের বন্ধ দেরাজ।
নিয়ম নিষ্ঠা সময়ে চলা
বানায় সুস্থ স্বাস্থ্য মগজ,
ওসব ক'রে দেবতা মেলা
ভ্রান্ত দিশা, ভ্রান্ত খোঁজ।।
===============