বিসমিল্লাহ খান আর তোমার সানাই
ভরিয়ে রেখেছে কান,তোমাকে জানাই
আমাদের সশ্রদ্ধ সালাম আার প্রণাম।
দেবদূত তুমি স্বর্গভ্রষ্ট,সার্থক তব নাম।


বিগলিত হৃদয়ে, প্রেমের উৎস দানে,
দুঃখ,বিরহ,আনন্দ সবেতে,তুমি গানে
বিলায়েছ প্রাণের আরাম, অভুতপূর্ব!
তোমাকে নিয়ে আমাদের বুকভরা গর্ব।


তোমার সুরঝংকারে প্রথম স্বাধীন ভোর
তুমিই তুলেছ তান হীরকজয়ন্তী বছর।
তোমারই সুরে দুটি হিয়ার বাঁধন ডোরে
পবিত্র আবেশ ছড়ায়, তোহারে প্রহরে।


তোমার সুরে সারা ভারত নিদে জাগে,
তোমার সুরে বিসমিল্লাহর দোয়া মাগে,
সাধারণ সানাইকে তুমি দিয়েছ যে স্থান
শাস্ত্রীয় সংগীতের এক মর্যাদা মহান।


বেনারস ঘরানার তুমি সার্থক উত্তরসূরী
ঠুংরি,গজল,সানাই এ-র  গৎ এ পূরি
মজায়েছ শ্রোতাদের মগজ ও মন,
পেয়েছে মর্মের আরাম, শান্তি অনুখন।


সানাই, বিসমিল্লাহ এক অচ্ছেদ্য বন্ধন,
বেহেশতেও নিশ্চিত ফুঁকিতেছ তান।
আল্লাহর দরবারে অলংকৃত শ্রদ্ধা-আসন
তোমায় মোদের শতকোটি বিনম্র নমন
।।
============== ====[