বৃষ্টি!তুমি অঝোর ধারায় ঝরো,
আমার মুখের 'পরে চোখের 'পরে,
ঢালো, সুধারস সিঞন করো।
তোমার সুশীতল বিমল রসে
আমি নবীন হ'য়ে উঠি।


ঘুচে যায় প্রাচীন মলিনতা যত,
স্নিগ্ধ শীতল সবুজ মন কষে,
আবার আমার বাঁচার ইচ্ছে জাগে।
বৃষ্টি, তোমার স্পন্দনে স্পন্দিত,
দেখি স্বপ্ন, হাতের মুঠি।


আমার মনের আনাচে কানাচে ছিল,
বাস যত অন্ধ কানা গলি,
তোমার পরশে উধাও সেসব ভাগে,
রূপ রস গন্ধ পরাগে মাতিল-
জীবন যৌবনে ফুটি।


তোমার আমার গোপন যত কথা
মেলে আঁখি পূর্ণ কলেবরে,
অধূরা স্বপ্ন, যন্ত্রণাময় ব্যাথা,
ভুলিয়ে ভাসিয়ে তোমার জোয়ারে
কুসুমিত, তোমার চরণে লুটি।।