যে হাত দিয়ে পরশ করেছি তোমায়,
সে হাত তো কাঁপবেই করিতে পাপ কাজ।
যে চোখ আমার ভরে তোমার তৃষায়,
তার নজর কি কভু হানিতে পারে
বাজ?
যে হাসিতে শুচিস্মিতা!করেছি অবগাহন,
যে বোধে তোমার,হয়েছি আমি ঋদ্ধ,
জেনেছি গাইতে জীবনের জয়গান,
পঙ্কিলতা,দূর্বলতা দূরী হয়েছি পরিশুদ্ধ।


তোমার চলনে বলনে হ'য়ে সম্পৃক্ত,
অপূর্ণতায়,পূর্ণতার বহিয়া আশীষ বার্তা
ছন্দময় জীবনের ভিত পরিপৃক্ত।
রহিবে উৎকর্ণ কর্ণ, তা শুনিতে ত্রাতা।
বিচ্ছেদ,বিরহ বেদনায় না হারায়ে তোমা,
অতীতচারী,ফেলে আসা দিনগুলি খুঁজি,
তোমারই অনুব্রজন,প্রাণাধিকা,প্রিয়তমা
মোদের অনন্ত যাত্রাপথে সহযাত্রী সাজি

====================