শান্ত শিষ্ট ছোট্ট ঝোরা,
বাতিকর গ্রামকে ঘেরা।
নিজ তালে দিচ্ছে পাড়ি,
লাজুক ভাব কিম্বা আড়ি।


মুখ লুকায়ে বেতের বনে,
হরষ বিরষ্ সংগোপনে।
দোতারা সুর বাজিয়ে চলে,
পাড়া পড়শিকে গল্প বলে।


বান ডাকে তার বর্ষা কালে,
দু কূল ছেপে ঘোলা জলে।
গাঁয়ের যত দামাল ছোঁরা,
হাজির সেথা বাঁধন ছেঁড়া।


জলের সাথে কোলা-কুলি,
কাঁদোর মাঝে তুফান তুলি।
পাড়ের থেকে দিচ্ছে ঝাঁপ,
দেখলে পিলে চমকে বাপ।


জানো নাকি কোন সে ঝোরা?
জনম তার মহাকাব্যে মোড়া।
পাঞ্চালীর ঝড়া ভাতের ফ্যান,
কাঁদোর রূপে বয়ে চলমান।


তিন টি ঢিপি উনুন মতো,
দ্রৌপদীতলায় আছে সে তো।
'ভারত'কাহিনি কিংবদন্তি হ'য়ে,
আছে মোদের হৃদয় ছুঁয়ে।।
=================