হিন্দু, মুসলমান, জৈন,শিখ
বৌদ্ধ, তাও,জরাথ্রুষ্টীয়
যা কিছুই হতে পারো।
কর্ম-যুদ্ধে হ'য়ে সড়োগড়ো,
রাখিয়া ভরসা মানবতায়
উত্তরণে উৎরাতে সঠিক।


জয়গান গাও দিক্বিদিক
মানবধর্ম মানি,সাহচর্যায়
জীবন সার করো।
টিকি দাড়ি সম্বরো।
পাশে দাঁড়াও প্রতিবন্ধকতায়,
দূরী ভেদাভেদ নির্ভীক।


কীসের জিহাদ? লড়াই কিসে?
মানুষ মারো আফিম নেশায়
রক্ত শোষক বাদুড়।
বেআব্রু করে আদুড়,
ভুলায়ে মানুষ নিজের কেতায়,
মানবধর্ম আজ জর্জরিত বিষে।


শুভ বোধ জাগ্রত হোক মিশে,
সন্তান মোরা একই ধরায়,
ধর্মান্ধতা করিয়া দূর
গাও সবে একই সুর।
বিদ্বেষ বিষ জ্বালায়ে পুরায়,
শান্তি বারি ছড়ায়ে দেশে দিশে।


বিভেদকামী শক্তি চিনে
হও স্থিতধী, অমৃত পুত্র,
কিসের তোমার ভয়?
বিবেক-বাণী প্রত্যয়
রাখি, গাঁথো বন্ধন সুত্র
ফুল-সুন্দর মানব জীবনে।


বাজাও বোধ অন্তর- বীণে
পর নও,সবাই একই গোত্র,
নও কেহ হেথা হেয়।
সত্য, সুন্দর সহায়ে
পেয়েছো জীবন কর্ম-সত্র
মুক্ত হও,তোমার কর্ম-ঋণে।।
================