দুর্গা পুজোর মজা সেবার
      মন করেছিল মাটি,
দূর থেকে দরশন সবার
     মুখেতে মাস্ক আঁটি।


হৈ হুল্লোড় গেল কোথায়
       সাজের পরিপাটি,
প্রতিমা আজ দূরের মাথায়
       রাখে নিজেকে সাঁটি।


সন্ধ্যে হলেই নামতো যেথায়
            জন মানুষের ঢল,
চলতো পথ কথায় কথায়
           উচ্ ছল্ কলরোল।


এবার সেসব অতীত ভাই
      হয়েছে যদিও বোধন,
দর্শক করে হায় হায়
       অন্তর জুড়ে রোদন।


প্রকৃতিও সেদিন ক্রন্দনোন্মুখ
       বিষাদ সাজে সজ্জিত,
মানুষের সাথে মিলনের সুখ
        করেছে তাকে বঞ্চিত।


নমো নমো করে পূজার বিধান
         নেই প্রাণ চঞ্চলতা,
বড়ো ঠেলা এই করোনা নিদান
        মৌন করেছে মুখরতা।
==================