হিমেল হাওয়া হেমন্তে লীন...
মাঠে মাঠে চলে ধান কাটা,
কুয়াশা ভরা কুহকীনি দিন..
সূর্যি মামার আকাশ হাঁটা
নাই,আলোক আজি ক্ষীণ।
কৃষকের প্রাণ উঠে উথলিয়া..
মনে বাজে মধু ঝংকৃত বীণ,
মিটিবে তাদের চাওয়া পাওয়া..
কাস্তের টানে গেয়ে ওঠে গান,
রাখিবে ফসল তাহাদের মান।


পালুই ভরা খামারেতে ধান..
আনন্দে হিয়া,বুকে দেয় বল।
সম্বৎসরের জীবন বাওয়া...
বারমস্যার হানাদার অবসান।
পাটার উপর আঁটিব ক্ষেপণ..
রাশি রাশি নামে ধানের ঢল,
বয়ে চলে ঝিরিঝিরি হাওয়া...
শান্ত আজি হৃদয়ের দোলাচল।
==================