কলকল ছলছল
অবিরল উচছল
পর্বত  কণ্যা
তুমি অনন্যা।
নৃত্যের ছন্দে
গিরির স্কন্ধে,
চপল চলনে
উপল বহনে
উৎরাও মর্ত্যে
উদ্ধার করতে।


কাঁকন কঙ্কণ
নূপুর নিক্কণ,
কলকথা বকবক
মাছঝাঁক চকচক,
একসাথে ঘুরছে
নকশায় মুড়ছে,
বিদ্যুৎ ঝলকে
হারায় পলকে।
সুরধুনী বইছে
কত কথা কইছে,
কান পেতে শুনবে
হৃদ-ঝাঁপি খুলবে।


নদী জলচক্র
গতি তার বক্র,
স্থির হ'য়ে লক্ষ্যে
ভূধরের বক্ষে
ভাঙ্গছে গড়ছে
লড়াই চলছে,
অন্তিম পর্বে
সাগর গর্ভে।
============