প্রথম কবে এসেছিলে কাছে
    ভুলিনাই প্রিয়া আজো,
চকিত নয়ন হরিণীর ধাঁচে
     হৃদয় জুড়িয়ে বাজো।


নীলাম্বরী নীলাভ আলোয়
      ঠিকরে ঠমকে চমকে,
স্মিত হাসি ভুবন ভুলায়
      রূপের ঝলকে ঝলকে।


না কয়ে কথা চুপ-কথা
    আনত আরক্ত বদনে,
করেছো প্রকাশ অন্তর্ব্যাথা
     চাহিয়া নয়নে নয়নে।


সুমিষ্ট সুবাস বাহিয়া বাতাস
     অন্তর জুড়ে শিহরণ,
প্রথম দেখার হৃদয় উচ্ছ্বাস
     আকুল আবেগ আমরণ।


সেদিন আমার মনাকাশে
     স্বপ্ন জড়িমা জড়িয়ে,
দুরুদুরু বুকে কম্পিত শ্বাসে
      জীবন নাও ভিড়িয়ে।


আজো মনে পড়ে জ্যোৎস্নালোক
      নিবিড় নিশিথ কাননে,
প্লাবিত চরাচর ভুলোক দ্যুলোক
       নিভৃতে মোদের মিলনে।


আজো ঝরে পড়ে হৃদয় জুড়ে
      সুখ বৃষ্টির ধারাপাত,
বসিয়া একলে জীবনের পাড়ে
      খুঁজে ফিরি স্মৃতির হাত।


যত পিছু যায় হাঁটি পায় পায়
      স্মৃতি ভান্ডার উথলায় ওঠে,
মনের সকাশে উঁকি মারে তাই
      উছল জীবন-কুসুম ফোটে।।
================