জোছনা রাতে
===========
শ্রী নীরদ /১৬/০৬/২১
=================
আকাশ জুড়ে জোছনা ঝরিছে ঝরি,
রিক্ত মনকে শান্ত সিক্ত করি,
এমন রাতেই বেড়োই নাকি পরী?
পৃথিবী বুকে নিয়ে তাদের তরী।


চন্দ্রমা দেয় গগন পথে পারি
একটি একটি তার পদ সঞ্চারী
এধার ওধার দেখছে উঁকি মারি
কেমন সাজে জ্যোৎস্নালোকে তারি।


মায়াবী মোহিনী রূপেতে সাজি
চরাচরে রূপালী গহনা রাজি
অঙ্গে জড়িত শুভ্র পুষ্প আজি
ধীরে নেমে আসে শরমে মরমে লাজি।


দয়িতের সাথে মিলিতে রাত্রি মাঝে
অভিসার পথে মর্মর ধ্বনি বাজে
শ্বেত বলাকার শুভ্র পক্ষ্ম তাজে
হৃদয় মথিত ভালোবাসায় মজে।


পিক কোকিলের কুহু কুহু গানে
একটানা পাপিয়ার পিউ কাঁহা তানে
বাজেরে হৃদয়পুরে প্রিয়া প্রিয়ের টানে
এমনো জোছনা রাতি মজে উদযাপনে।
-----------------------------------------------------