কীসের কাব্য কীসের গান?
জীবন যেখানে খান খান।
রাখতে মোদের জান প্রাণ
লড়াই জারী জীবন পণ।


চাই দুটো ভাত একটা ছাত
তাই যোগাতে জীবন পাত।
খেটে খুঁটে দিন সারা রাত
জোটাতে নারি,মাথায় হাত।


চাই অবসর,পরে বিনোদন,
সময় ব্যয় নিজের মতন।
আরাম করে জীবন যাপন
ক'জনের আর ভাগ্যে লিখন?


ক্ষুধার রাজ্যে হয়ে অসহায়
একটি একটি দিনকে কাটাই।
কাব্য গান আসেনা মাথায়
লিখতে নারি পাতায় পাতায়।


বাস্তব মোদের কঠিন পথ,
থমকিয়ে দেয় জীবন রথ।
হাজারো বাধা হাজার শপথ
নিঙাড়িয়া লোহু হৃদয়ে ক্ষত।।
==================