করোনা মহামারী, সনেট
==================
নীরদ বি সিনহা
______________
এ আমার পাপ,এ তোমার পাপ
বহন করিছে  বিশ্ব চরাচর।
রাসায়নিক মারণাস্ত্রের কীর্তিকলাপ,
মানুষের অস্তিত্ব কম্পিত থরথর।
করোনা ভাইরাস-জাল, হয়ে অভিশাপ
গ্রাসিছে মেদিনী, মানুষ আপামর।
করোনার ভয়ে মানুষ স্বাস্থ সচেতন,
যা ছিল একদা অহংকার  উপেক্ষার।


উল্লসিত এতে নাস্তিক মানুষজন,
দেবালয় বন্ধ, ঠুঁটো ঠাকুর প্রতীক্ষার,
জরুরী অলৌকিক হাজিরা?অস্তিত্ব প্রমাণ।
ধর্মের আবির্ভাব, অস্তিত্ব করিতে ধারণ,
মানুষই দেবতা গড়ে নিজেকে রক্ষার,
বৃথা কেন গালি তারে করোনার কারণ?
৪/৪/২০