কী আর দিতে পারি আমি তোমাদের
আমার এ বৃথা জীবন, করি দান?
আমি তো পারি না হ'তে সরস মৃত্তিকা।
শষ্যপূর্ণ গোলা তোমা সবাকার,
শ্যামল জুড়ানো চোখ তৃণ প্রান্তর,
মোলায়েম মখমল গালিচা বিছান।


না হতে পারি পল্লবিত পাদপ,
পথশ্রম ক্লান্তি ঘুচাতে পথিকের,
নিদেন ক্ষুদ্র কৃষক বন্ধু কৃত্তিকা।
যদি নিতে পারিতাম বহতা নদীরূপ,
দেশ ঘুরে বহি জল পলল নিশ্চুপ,
হাসি রাশি বিচ্ছুরণ আননে কৃষকের।


শিশির সিক্ত ঝরাতাম স্নেহের সুবাস
পল্লীর আলপথে হয়ে কোন অনামা ফুল
ক্ষণিকের তরে বোধ, চিত্ত সুখকর।
আনমনে উদাস চাহি নক্ষত্র আকাশ,
ধ্রুবতারা রূপে দিতেম পথের আভাস,
বা মুখরিত ঝরণার  কলকল কলরোল।


মোলায়েম আকাশ হয়ে প্রশান্ত উদার,
বিহ্বলতায় যোগাতাম স্বপ্নের আবেশ,
বাধা,বিঘ্ন, ব্যর্থতায় পথ চলার নিদান।
হেথা আমি ক্ষুদ্র খালিএক ছরা-রূপকার
বৃথা জন্ম! শুধু কাটে,করি কায়ক্লেশ।।
====================