আশার আলোক বর্তিকা ঘিরে
      জমে নৈরাশ্যের আঁধার,
অসম লড়াইয়ে মানুষ ফিরে
       শুধু জীবনের হাহাকার।


কোথা গেল আজ সেসব দিন
        প্রকৃতির সাথে মিলে,
সহ্য শক্তি অধ্যবসায়ে লীন
         বাঁচা বাড়ার তালে?


জীবন মানে তো চড়া আর পড়া
           অভিজ্ঞতার সিঁড়ি,
আজ কে ভ্রান্ত সেই সব লড়া
           দীর্ঘ পথের পাড়ি।


চট্ জলদি সব পৌঁছাতে চায়
          বেপথু তার নিশানা,
জরুরী নেই কে পায় না পায়
         তাদের কল্পিত ঠিকানা।


বিবেক আজি হারিয়ে গেছে
        কোন তেপান্তরের পাড়ে
জীবন যুদ্ধে সে জড়িয়ে নিছে
           আদিম হিংস্রতারে।


যত দিন যায় সময়ের পিছে
          মানুষ দৌড়ে মরে
অর্থই সব, বাকী সবই মিছে
         তাদের জপমন্ত্র ওরে!


দিশাহীন যুবা পেয়েছে শিক্ষা
           লুটেপুটে সব খাও,
স্বার্থপরতা ভরা জীবন দীক্ষা
         বাঁচো,অন্যে না বাঁচাও।।
====================