মন তোমায় খুঁজে ফেরে
সকাল সন্ধ্যায় কিম্বা দ্বিপ্রহরে
পূর্ণিমায় বানভাসি,আলোর জোয়ারে,
অমানিশার নিকষ কালো আঁধারে।


মন শুধু তোমায় খুঁজে ফেরে--
উড়ন্ত চিলের ডানায় ভর করে
কোন এক নিঝুম নির্জন দুপুরে,
এক অবুঝ সংকেতময় বোধ অন্তরে।


গ্রীষ্মের দাবদাহে উন্মুক্ত প্রান্তরে--
হাহুতাশ মেদিনীর বাষ্পারুদ্ধ স্বরে
নিদাঘ নিবাতে অব্যক্ত যন্ত্রণা মরে,
মন সেথাও তোমায় খুঁজে ফেরে।


সূর্যাস্তের গোধূলি আকাশের 'পরে--
লালিমায় উদ্ভাসিত মেঘ স্তরে স্তরে
সাঁঝ বাতির নিবু নিবু প্রদীপের করে,
মন বেহিসাবি,তোমায় খুঁজে ফেরে।


কোথায় না খুঁজি তোমা বিশ্ব চরাচরে--
আনন্দ দুঃখ ময় জগৎ সংসারে
সাগর উর্মিমালায়, তরঙ্গ লহরে,
সুউচ্চ পর্বত শিখরে,গিরিকন্দরে।


অঝোর বরিষণ ধারায় ঝরো ঝরে--
নদীনালা খালবিল পূর্ণতায় ভরে
আমার হৃদয় তখনো বিরহ কাতরে,
বালিয়াড়ি সম উষর মরু প্রান্তরে।


তুমি কি হেঁটেছো পথ জন্ম জন্মান্তরে
মোর সাথে? অবুঝ মন বিস্ময় ঘোরে--
তোমা সাথে বাঁধা জান কী রহস্যডোরে
যার লাগি মন মোর তোমায় খুঁজে ফিরে
====================