বুঝিতে পারিনে কেন প্রিয়তমা
হইলে বিমুখী,আমার স্বপ্নসমা।
অব্যক্ত বেদনা ক্রোধ রূপে ঝরে
পড়িতে পারো না?যা গুমরে মরে।


দেখিতে তোমার হাসি ভরা মুখ
সদা চঞ্চল রহি,সদাই উৎসুক।
সে সুখে স্বতই করো মুই বিমুখ
কীভাবে হরিব বলো?তব দুঃখ।


স্বতোৎসারিত একনিষ্ঠ অন্তর-টান
পারো না করিতে তার অনুধাবন?
না কি স্ব-ইচ্ছায় তব এ স্বেচ্ছাচারিতা
তৈরী তোমাতে আমাতে স্ব-বৈরীতা।


হয়তো এতেই তোমার আত্ম-সুখ
যা দেয় অন্তরে অপরকে দুঃখ,
বা,কল্পিত অত্যাচারের প্রতিশোধে
নিক্তিতে মাপন, প্রতি পদে পদে।


দ্বিধান্বিত আমি, ওগো প্রিয়তমা
কী যে প্রকৃত দুঃখ দিয়েছি তোমা?
চাহিতে প্রস্তুত সর্বদা তব ক্ষমা,
অজানিতে আঘাত যদি করি প্রাণসমা।