মা,আ-মাপা দান!ঈশ্বরের
দু-হাত তুলে আশীষ আমাদের।
আপামর, সৎ বা অসৎ সন্তান,
মা-চোখে,তো সবাই সমতান।
কোন শব্দ, বাক্য করিতে নারে প্রকাশ,
মায়ের দানে, সন্তানের জিয়ন বিকাশ।


"মা"শব্দ গুঞ্জরিত কোন সে গভীরে
সন্তানের মরমে,অজানিত রে।
মা,তুমি সর্বংসহা! সন্তানের লাগি
কাটায়েছ কত রাত্রি,নিদ্রাহীন জাগি
ব্যাথাতুর বাছার ব্যাথা নিবারিতে।
সন্তান মোরা, তা না পারি গুনিতে।


আশৈশব,আমাদের স্বপ্নে লালিত মা,
অবোলা,অবুঝ সন্তানে দিয়েছিলে"তা"।
সর্ব শীতাতপ থেকে রক্ষিছ তুমি বাছায়,
সন্তান কল্যাণকামিনী,তুমি রহো সদাই।
তুমি ধাত্রী,তুমি দাত্রী, তুমিই কত্রী,মা
তুমি বিনা সংসার -কুসুম ফুটিত না।


মা,তুমি সন্তানেরে দেখায়েছ আলো,
মা,তুমি বুঝায়েছ তারে মন্দ না ভালো।
হাঁটি-হাঁটি-পা-পা,তোমারই হাত ধরে,
" মা""মা"ধ্বনি শেখে তোমারই স্বরে।
মা,তুমি চেনায়েছ বাকী সব জন,
দিয়াছো প্রাথমিক জাগতিক জ্ঞান।


আজীবন যত শত চেষ্টাই না করি,
মাতৃ-ঋণ কভু মোরা শুধিতে নারি।।
===================