হে অন্তর্যামী,তুমি রয়েছ সদাই সাথে
তবু কেন বুঝিতে নারি মোর অন্তরেতে?
খুঁজিয়া ফিরি তোমায় হেথায় হোথায়,
মন্দির-কাবা,পীঠস্থানে,মসজিদ গীর্জায়।


বিশাল ব্যাপ্তি প্রকাশিছ তুমি,প্রতি পলে
অদৃশ্য টানে ঘটন- অঘটন সমূহ চলে
নিজ ছন্দে ঘোরাও,বৃহৎ গ্রহ তারকারে
বিকাশিছো নিজে,প্রতি প্রত্যেকের তরে।


আকাশপানে যবে দৃষ্টি হেনে খুঁজি,
কোথা মোর স্থান অনুভবে তা বুঝি,
হেথা নয়তো ক্ষুদ্র, নয়কো একা আমি,
জড়িয়ে রেখেছো, তোমার কর্মে স্বামী।


ফিরিয়ে মন ডুব দিয়েছি হৃদে,
তুষ্ট করিতে মম অন্তর ক্ষিদে,
লভেছি তুষ্টি,পেয়েছে পুষ্টি প্রাণ,
শান্ত হয়েছে, একদা অশান্ত মন।


হিয়ার মাঝে লুকিয়ে থাকো তুমি,
নজরেতে তোমার প্রতি কর্মভূমি,
করো সাবধান পাঠায়ে বিবেক বাণী,
ধরিতে পারি না ক্ষুদ্র মন আমি।


বিশ্ব ব্যাপিয়া তোমার যজ্ঞ কর্মে,
সঁপিয়া দিয়া না বিচারি কোন ধর্মে,
মানবধর্মে আজ উন্নীত মম মন
করি সার্থক,বিলাইতে এ জীবন।।