ও আলেক সাঁইরে.....


কেমনে বানাস মানব জমি
তার কূলকিনারা না পাই আমি
এ কেমন কারসাজি!


ও আলেক সাঁইরে.....


সাড়ে তিন হাত দিঘে টানি
নয় দরজার রন্ধ্র ছানি..
আজব যন্তর বাজি!


আমার আলেক সাঁই জি!


ভিতর বাইর যাওয়া আসা
শ্বাসে শ্বাসে জমিন চষা
লাঙল টান থাকতে ডাঁসা
ফলটি পাবিন তবেই খাসা।


রসিক আলেক সাঁই রে....


ওরে ডুব দে অন্দর পানে
কুদরতি খেল দেখ যতনে
উৎস মুখই বাঁধ বাঁধনে
টান বৈঠা তোর ঊর্ধ্বপানে


তুই বুঝরে অবুঝ মাঝি!


ঘাটের পরে ঘাট যে রয়
ষড়া ঘাটে স্রোত তো বয়,
দাঁড় সামলে উজানে ভাই
ভিড়াও তোমার নায়।


ও আলেক  সাঁই......


চিরাগ বাতি জ্বলছে হোথা
দিবা নিশি দেয় বারতা...
সুরত যোগে পৌঁছা সেথা
টানরে ইতি মৃত্যু জন্ম যাঁতা..


ও আলেক সাঁই কাজী....
=================